এইমাত্র
  • মুক্ত যশোরের মাটিতে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন
  • আসন ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে সহসাই সমঝোতা: তথ্যমন্ত্রী
  • মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না তানিশার
  • নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট: ৪৮ ঘন্টার মধ্যে ৭ ডাকাত গ্রেপ্তার
  • যুবদলের সাবেক সভাপতি নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড
  • ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি
  • মেহেরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২
  • শিক্ষার্থী ও শ্রমিকদের বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া
  • নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • জয়পুরহাটে পেঁয়াজের বাজারে অভিযান, ব্যবসায়ীকে জরিমানা
  • আজ সোমবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১১ ডিসেম্বর, ২০২৩

    ফরিদপুরে কৃষকের পেঁয়াজের ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

    ফরিদপুরে কৃষকের পেঁয়াজের ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

    হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কীটনাশক (পচনশীল বিষ) ছিটিয়ে আমির হোসেন নামে এক কৃষকের প্রায় দুই একর জমির পেঁয়াজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার (০৬ ফেব্রুয়ারি) এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

    ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ফলিয়ার বিল এলাকায়। সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের কৃষক আমির হোসেন মোহনপুর মৌজার ফলিয়ার বিল এলাকায় ১৮০ শতাংশ পেঁয়াজ ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করেছেন। ওই কৃষকের সাথে একই গ্রামের লতিফ মোল্যার ছেলে রবিউল মোল্যা, জোমারত মোল্যা, রতন মোল্যার ছেলে কাবুল মোল্যা, রাহুল মোল্যা ও আরিফ মোল্যার ছেলে শিমুল মোল্যার পূর্ব শত্রুতা চলছে। তাদের সাথে আমির হোসেনের একটি মামলাও বিচারাধীন রয়েছে।

    পূর্ব শত্রুতার জেরে রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় কৃষক আমির হোসেনের প্রতিপক্ষরা ঘাস মারা কীটনাশক (পচনশীল বিষ) প্রয়োগ করে ওই পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমির হোসেন রবিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব পেঁয়াজ গাছ মাটিতে নুয়ে পড়েছে। এঘটনায় আমির হোসেনের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী তার।

    ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন বলেন, কৃষি ব্যাংকের কাদিরদী শাখা হতে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছি। প্রতিপক্ষদের সাথে মারামারির ঘটনায় একটি মামলা চলছে। মামলাটি ঘটনার আগের দিন তুলে নিতে প্রতিপক্ষরা আমাকে চাপ প্রয়োগ দিতে থাকে। এমনকি মামলা তুলে না নিলে প্রতিপক্ষরা খুন-জখমেরও হুমকি দিয়েছেন বলে তিনি আরো জানান।

    ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. সফিউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে কৃষকের পেয়াজের ক্ষেত পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি দেখে আমিই মর্মাহত হয়েছি। জানতে পেরেছি ওই কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করেছেন।

    এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…