এইমাত্র
  • প্রিয়জনের মান ভাঙাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যানার
  • এক হালি লেবুর দাম ১০০ টাকা!
  • উন্নয়নের পথে বাংলাদেশ বিশ্বে আজ মডেল: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
  • নায়িকা সুচরিতা ও নায়ক রুবেলের সদস্যপদ বাতিল
  • ধ্বংসের পর নতুন করে গড়ার পক্ষে নায়িকা মাহি
  • আইপিএল'র আসরে দক্ষিণী তারকাদের জমজমাট আসর
  • মায়ের সঙ্গে সিয়াম নাসিরের জন্মদিন উদযাপন
  • প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের
  • ঈদে শাকিব-বুবলীর সেঞ্চুরি
  • আজ রবিবার, ১৮ চৈত্র, ১৪২৯ | ২ এপ্রিল, ২০২৩
    শিক্ষাঙ্গন

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৫.৯৫

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৫.৯৫

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম

    এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে বেলা ১১টা ৪৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সরকারপ্রধান।

    এর আগে প্রধানমন্ত্রীর হাতে ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে ঢাকাসহ ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফল হস্তান্তর করেন।

    প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তরের পর বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

    পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে মাউসে ক্লিক করে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

    ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন।

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন।

    যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯ শতাংশ। ?এ? প্লাস পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক শূন্য ৬ শতাংশ। ?এ? প্লাস পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক শূন্য ৩ শতাংশ। ?এ? প্লাস পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ। ?এ? প্লাস পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

    এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক শূন্য ২ শতাংশ। ?এ? প্লাস পেয়েছেন ৭ হাজার ১০৫ জন। মাদরাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। ?এ? প্লাস পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।

    যেভাবে জানা যাবে ফলাফল

    মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

    আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

    কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    {{post.title}}

    {{ post.description }}

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…