এইমাত্র
  • বিরতি দিয়ে বিএনপির পর জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
  • আসন ভাগাভাগি নিয়ে ফের বৈঠক, যা জানালেন ইনু
  • এবার নিজ দল থেকে বহিষ্কার হলেন সৈয়দ মোহাম্মদ ইবরাহিম
  • চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ ডুবি
  • কোনো ক্রেতা ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না
  • পিটার হাস বিএনপির চর হিসেবে কাজ করছেন: বিচারপতি মানিক
  • ঝুঁকিপূর্ণ পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ
  • ফুটবলে এক বছর নিষিদ্ধ বিকেএসপি
  • হিরো আলমের আয় বেড়েছে ২২ হাজার টাকা
  • ৩১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে হজ নিবন্ধন
  • আজ সোমবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১১ ডিসেম্বর, ২০২৩
    খেলা

    বাংলাদেশে মূল্যায়ন পাইনি, খেলতে আমেরিকায় যাব: নাসির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৩ পিএম

    বাংলাদেশে মূল্যায়ন পাইনি, খেলতে আমেরিকায় যাব: নাসির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৩ পিএম

    ২০১৮ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নাসির হোসেন। এরপর আর দেশের জার্সিতে দেখা যায়নি একসময়ের তারকা এই ক্রিকেটারকে। তবে সবশেষ বিপিএলে চমকপ্রদ পারফর্ম করে আবারো আলোচনায় ছিলেন নাসির। যদিও শেষ পর্যন্ত সেই সম্ভাবনাও উবে গেছে বলা চলে। নাসিরের আক্ষেপ, তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। আর সেই কারণে আমেরিকায় খেলতে পারেন তিনি।

    সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন। আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।'

    সেখানে গিয়ে আমেরিকা জাতীয় দলের হয়ে খেলবেন কি না? এমন প্রশ্নের জবাবে নাসিরের উত্তর, ‘ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কি হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতে পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’

    ঘরোয়াতে ভালো পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে নাসির আরও বলেন, ‘কেন আমাকে দলে নেওয়া হয়নি তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন আসল, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানিনা। আমাকে দলে না নেওয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারিনা, কেন আমাকে দলে রাখা হয়নি।’

    নির্বাচকদের প্রসঙ্গে নাসির আরও যোগ করেন, ‘আপনি যখন নির্বাচক, তখন কার সাথে আপনার কেমন সম্পর্ক, সেটা তো আর আপনি দেখবেন না। দেশের স্বার্থে যেটা সবচেয়ে ভালো হয়, আপনি সেই সিদ্ধান্তই নেবেন। আমার কাছে মনে হয় আপনি টি-টোয়েন্টি ভালো খেলেন , তবে আপনাকে দিয়ে টেস্ট খেলাচ্ছে। এটা ঠিক নয়। যে যেখানে ভালো খেলবে, তাকে সেখানে সুযোগ দেওয়া উচিত।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…