পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সামজ গঠনে সাক্ষরতার প্রসার' এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের দেশের মতো ময়মনসিংহের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে ।
ত্রিশালে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি ত্রিশাল পৌর শহরের প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আলী সিদ্দিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুল লতিফ খান,সাধারণ সম্পাদক জনাব মো. গোলাম কিবরিয়া মাস্টার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পিএম