ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণা সংসদ কর্তৃক উচ্চশিক্ষা এবং গবেষণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী (২০ সেপ্টেম্বর) বুধবার।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায় অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে গুগল ফর্ম। ফর্মের লিঙ্ক:https://forms.gle/bp8VxijHMUB6FVeRA এবং অফলাইনে ক্যাম্পাস চলাকালীন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঝাল চত্বরে বুথের ব্যবস্থা রাখা হয়েছে। উভয়ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা রাখা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য। এছাড়াও সেমিনারে অংশগ্রহণকারীরা পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন ইউনিভার্সিটি অফ নিউক্যাসটেল অস্ট্রেলিয়ার ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়াও
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ খালিদ হোসেন জুয়েল।
সেমিনারে গবেষণার ধারণা থেকে শুরু করে কিভাবে গবেষণা উচ্চশিক্ষাকেও সংযুক্ত করে সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানায় সংগঠনটি।