টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিনাজপুর জেলার পার্বত্যপুর থানার কাজীপাড়া সিংগিমারি গ্রামের আশরাফুল হকের ছেলে আল আমিন (২০) বলে জানা যায়।
এব্যাপারে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলী আকবর জানান, ধারণা করা হয় মধ্যরাতে রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সকালে মির্জাপুর স্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।