জয়পুরহাটে মাদকের পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।
একই সাথে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। জয়পুরহাট জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদরের জগদীশপুর গ্রামের বাসিন্দা আবু জাফর ও একই উপজেলার তেরগাতি গ্রামের বাসিন্দা মাজেনুর রহমান। তারা ফেন্সিডিল উদ্ধার মামলার আসামি। জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের বাসিন্দা রনি বাবু। তিনি এ্যাম্পুল উদ্ধার মামলার আসামি। রায় ঘোষণার সময় আবু জাফর আদালতে উপস্থিত ছিলেন। মাজেনুর ও রনি বাবু পলাতক রয়েছেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৩ জুলাই মঙ্গলবাড়ি-জয়পুরহাট সড়কে একটি ভটভটি থামানোর সিগন্যাল দেয় র্যাবের সদস্যরা। এসময় চালক আবু জাফর ভটভটি থামিয়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ভটভটির বস্তার মধ্যে ফেন্সিডিল আছে বলে জানায়।
এরপর তল্লাশী করে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আবু জাফর এসব মাদক মাজেনুর রহমানের কাছ থেকে সংগ্রহ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। এ ঘটনায় ওই দুই জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
অন্যদিকে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় বিজিবি চেক পোষ্টে একটি বাস থামিয়ে তল্লাশী করে রনি বাবুর শরীরে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৫০ পিস এ্যাম্পুল পাওয়া যায়। ওই ঘটনার মামলায় বিচারক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এআই