দেশের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। প্রায় এক বছর আগে ঘোষণা আসে এই পরীক্ষিত নির্মাতা টলিউড সুপাস্টার জিতকে নিয়ে নির্মাণ করবেন 'মানুষ' শিরোনামের একটি সিনেমা। প্রথমবারের মতো কোনো নির্মাতা টলিউড সিনেমা পরিচালনার দায়িত্ব পান। শুধু দেশের নির্মাতা নন একি সঙ্গে এই সিনেমাটিতে জিতের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম। এই জুটির ২য় সিনেমা এটি।
বেশ দায়িত্ব নিয়েই নির্মাণের দায়িত্ব পালন করেন সঞ্জয় সমদ্দার। দেশীয় এই নির্মাতার টলি সিনেমার কোনো পোস্টার কিংবা ফার্স্ট লুক প্রকাশ করা হয়নি। এবার ফার্স্ট লুকের সঙ্গে সিনেমাটি মুক্তির তারিখও ঘোষণা করা হয়।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে 'মানুষ' সিনেমার ফার্স্টলুক পোস্টার এবং জানানো হয় আগামী ২৪ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ।
প্রথম ঝলকে দেখা যায়, চেইন খোলা জিনস জ্যাকেট পরে পিস্তল তাক করে আছেন জিৎ। তার চোখে-মুখে প্রতিশোধের নেশা স্পষ্ট। সেই প্রতিশোধের আগুন আসলে কার উপর? পোস্টারে তাও উল্লেখ করেছেন জিৎ। বললেন, 'এটা কোনও প্রতিশোধের গল্প নয়।'
সিনেমার প্রথম পোস্টারেই যেন বাজিমাৎ করেছেন জিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই ভক্তদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। অনেকেই বলছেন প্রথম দিন প্রথম শো দেখবেন তারা।
'মানুষ' সিনেমায় আরও অভিনয় করেছেন জীতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।