আমাদের চারপাশে এমন অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছেন যারা টাকার অভাবে তাদের শিক্ষা জীবনের শেষ ধাপ পর্যন্ত পৌঁছতে পারেন না। অথচ এসকল মেধাবীদের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাঁরাও দেশ ও সমাজকে এগিয়ে নিতে অগ্রণী ভুমিকা পালন করতে পারে। অর্থাভাবে ঝরে পড়া অসহায় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই যাত্রা শুরু ”স্বপ্নযাত্রা”র। যারা কাজ করে যাচ্ছে দরিদ্র শিক্ষার্থীদের স্বপ্নপূরণে।
”স্বপ্নযাত্রা”র মহতী এ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে মাঝে মধ্যেই সমাজের সাদা মনের মানুষ গুলোও অনেক সময় স্বপ্নযাত্রার পাশে এসে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় এবার স্বপ্নযাত্রার স্বপ্ন সারথিদের স্বপ্ন পূরণের অংশীদার হতে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর আফতাব আহম্মেদ এগিয়ে এলেন। গত শনিবার (৩০সেপ্টেম্বর) এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স অফিসে ব্যক্তিগত ৫০ হাজার টাকা তুলে দেন স্বপ্নযাত্রার উদ্যোক্তা আরিফ সিকদারের হাতে।
পাশাপাশি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর জনাব আফতাব আহম্মেদ স্বপ্নযাত্রার এ সকল মহৎ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্বপ্নযাত্রার কার্যক্রমের পরিধি বাড়াতে ও ধারাবাহিকতা রক্ষায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।"
এসময় স্বপ্নযাত্রার পরিবারের পক্ষ থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর আফতাব আহম্মেদকে ধন্যবাদ জানান উদ্যোক্তা আরিফ সিকদার।
উল্লেখ্য, “স্বপ্নযাত্রা একটি দরিদ্র মেধাবী শিক্ষা সহায়তা কার্যক্রম । ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশের ১২২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৪৭ জন (ছেলে-১০০ মেয়ে-৪৭) শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বপ্নযাত্রা শিক্ষার্থীর উচ্চ শিক্ষা পূরণের যাবতীয় সকল খরচ বহন করে থাকে। পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত যে কেউ স্বপ্নযাত্রা শিক্ষা সহায়তার আওতাভুক্ত হতে পারে।
পিএম