অনাস্থা ভোটে পদ হারালেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার আইনপ্রণেতাদের ভোটে তিনি স্পিকারের পদ হারান। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা।
কেভিন ম্যাকার্থির পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ২১০ জন আইনপ্রণেতা। প্রতিনিধি পরিষদের ২১৬ জন সদস্য তার বিপক্ষে ভোট দেন। তাদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য।
বুধবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নজিরবিহীন এই ভোটে রিপাবলিকান পার্টিতে ক্রমবর্ধমান অশান্তির দিকে ঠেলে দিবে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরোনো দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে।
শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ।
এই ঘটনার পরেই রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।