এইমাত্র
  • ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ
  • ইসরাইলের হাইফায় ৩০ মিনিটে ১০০ রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ
  • দিনক্ষণ দেখে প্রেমটা হয় না, আমার প্রেম হয় হুটহাট: স্বস্তিকা
  • আমাকে সরাসরি শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল: নায়িকা আশা নেগি
  • শ্রেণিকক্ষের দরজা আটকে শিক্ষার্থী পেটানোর ঘটনায় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ
  • ডিবির হারুনের অবস্থান নিয়ে যা জানা গেল
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮১
  • অন্তর্বর্তী সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাপা
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ
  • আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী
  • আজ মঙ্গলবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪
    বিচিত্র

    ঘুষি মেরে কুমিরের মুখ থেকে বোনকে বাঁচিয়ে রাজকীয় সম্মাননা পাচ্ছেন জর্জিয়া

    বিচিত্র ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৪:৪০ পিএম
    বিচিত্র ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৪:৪০ পিএম

    ঘুষি মেরে কুমিরের মুখ থেকে বোনকে বাঁচিয়ে রাজকীয় সম্মাননা পাচ্ছেন জর্জিয়া

    বিচিত্র ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৪:৪০ পিএম

    ২০২১ সালের কথা! যমজ বোন জর্জিয়া লরি ও মেলিসা অবকাশ যাপনের জন্য ঘুরতে যান মেক্সিকোতে। অতঃপর সেখানে একটি সৈকতে সাঁতার কাটার সময়

    হঠাৎ মেলিসাকে আক্রমণ করে বসে একটি কুমির। কিন্তু তাতে কী! জমজ বোনকে বাঁচাতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েন জর্জিয়া। ৮০ কেজির দৈত্যাকার কুমিরের সঙ্গে লড়াই শুরু করেন। কুমিরটির মুখে একের পর এক ঘুষি মেরে বাঁচান আদরের বোনকে। সেই সাথে নিজেও আহত হন। পরবর্তীতে দুই বোনই সুস্থ হয়ে ওঠেন।

    সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২০২১ সালে মেলিসা ও জর্জিয়া মেক্সিকোর পুয়ের্তো এসকোনদিদোর একটি অগভীর হ্রদে সাঁতার কাটছিলেন। তখন মেলিসাকে একটি কুমির টেনে পানির নিচে নিয়ে যায়। তখন জর্জিয়া হঠাৎ করে দেখতে পান তার বোন অজ্ঞান অবস্থায় এবং উল্টো হয়ে পানিতে ভেসে আছে।


    এরপর তিনি দ্রুত সেখানে গিয়ে তার বোনকে নৌকায় উঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে কুমিরটি আবারও আক্রমণ করে বসে। তবে এবার সাহস না হারিয়ে জর্জিয়া, কুমিরটিকে মাথায় একাধিক ঘুষি মারেন এবং তার বোনকে নৌকায় তুলতে সমর্থ হন।তবে এই সময় জর্জিয়া নিজেও বেশ আহত হন। তবে কুমিরের হামলায় মেলিসা এতটাই আহত হয়েছিলেন যে তিনি কোমায় চলে যান। তবে শেষ পর্যন্ত তিনি বেঁচে যান। মেলিসার কব্জিতে বড় ক্ষত হয়। তার পেটে কামড়ের বড় বড় দাগের সৃষ্টি হয়। এছাড়া তার পা ও পায়ের পাতাও ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে কুমিরটি জর্জিয়ার হাতে কামড় দেয়।

    জর্জিয়ার এই অসামান্য বীরত্বের জন্য ব্রিটিশ রাজা চার্লসের (তৃতীয়) কাছ থেকে পাবেন মেডেল। মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, পদকের খবরটি জানার পর জর্জিয়া বলেছেন, এটি একটি সম্মানের বিষয়। যে মুহূর্তে চিঠিটি পেয়েছি তখন খুব অবাক হয়েছি। এতটা আশা করিনি।

    তবে ওই উদ্ধারের জন্য আক্রমণের শিকার মেলিসার সাহসিকতাকেই কৃতিত্ব দেন লরি। দাবি করেন, কুমির আক্রমণ করার পরও মানসিকভাবে শক্ত ছিলেন মেলিসা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…