এইমাত্র
  • মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা
  • সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
  • দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল
  • এনসিপির দুই নেতার ফেসবুকে পোস্ট, দলে অসন্তোষ
  • দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • যশোরে বৈষম্য বিরোধী ছাত্র নেতার সীলে ভিজিএফ'র ভুয়া কার্ড
  • রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে
  • নিজ বাড়ি থেকে সাবেক মার্কিন অ্যাটর্নির মরদেহ উদ্ধার
  • মার্চের ২২ দিনে এল ২৪৩ কোটি ডলার
  • ঈদযাত্রায় বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ৯ ট্রেন
  • আজ সোমবার, ৯ চৈত্র, ১৪৩১ | ২৪ মার্চ, ২০২৫
    বিনোদন

    কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না: শাকিব খান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম

    কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না: শাকিব খান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম

    কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গত দুইদিনে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শোবিজ অঙ্গনের তারকারা। এবার এই ইস্যুতে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন।

    আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

    ভক্তরা এই পোস্টের কমেন্ট বক্সে শাকিব খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। মো. ইউনুস নামে এক অনুরাগী শাকিবের এই পোস্টের মন্তব্যে লেখেন, ‘আমাদের কিং খানের মন মানসিকতা দেখে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।’

    আমিনুল ইসলাম ওয়াহিদ তার মন্তব্যে লিখেছেন, ‘একজন প্রকৃত মানবিক মানুষের পরিচয় দিয়েছেন। আপনাকে অসংখ্য মোবারকবাদ।’ পারভেজ আহমেদ নামে আরেক অনুরাগী তার মন্তব্যে লেখেন, ‘ধন্যবাদ তুফান, আপনার মেসেজের অপেক্ষায় ছিলাম।’

    শিহাব নামে অন্য আরেক অনুরাগী তার মন্তব্যে লিখেছেন, ‘অনেক সুন্দর কথা বলেছেন আমার প্রিয় হিরো সুপারস্টার মেগাস্টার সাকিব খান। আপনার থেকে সবসময় এ রকম সিদ্ধান্ত আশা করি।’

    প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন গতকাল মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। এতে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…