এইমাত্র
  • জাহাজ থেকে পাচার করা বিদেশি রংসহ ১১ মামলার আসামি গ্রেফতার
  • বাউফলে বিএনপির সাধারন সম্পাদকের বিরুদ্ধ সভাপতির অভিযোগ
  • মিরসরাইয়ে তীব্র নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
  • পলাশবাড়ীতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত
  • জুড়ী সীমান্তে দুই রোহিঙ্গাসহ আটক ৫
  • সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল পাঁচ প্রাণ
  • নায়িকা জাহারা মিতুর সঙ্গে দুই ক্রিকেটারের প্রেমের গুঞ্জন
  • শার্শা-বেনাপোলে পাটখড়ির দাম বৃদ্ধিতে লাভবান কৃষকেরা
  • ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • মণিপুরে চরম উত্তেজনা, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা মোতায়েন
  • আজ রবিবার, ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    প্রতিশোধ নেয়ার সময় এটা নয়: বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম

    প্রতিশোধ নেয়ার সময় এটা নয়: বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম

    তীব্র গণ আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং সহিংসতায় হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চলমান এই সহিংসতায় গত দুই দিনে প্রায় দেড়শ মানুষের মৃত্যু খবর এসেছে।

    সহিংসতার এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা সব পক্ষকে সংযত এবং শান্ত হওয়ার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। প্রতিশোধ নেওয়ার সময় এটা নয়।

    জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার লিখিত বিবৃতিতে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে অব্যাহত সহিংসতার যেসব খবর আসছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ধর্মীয় এবং রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীকে নিশানা করে সহিংসতা হচ্ছে। পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতার খবরেও আমরা সমানভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের বন্ধু এবং অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন দিয়ে যাবে এবং সবার জন্য মানবাধিকার নিশ্চিতের আহ্বান অব্যাহত রাখবে।

    এর আগে সোমবার রাতে দৈনিক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘোষণা আমরা দেখেছি। আমি পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পরবর্তী কোনো সহিংসতা থেকে বিরত থাকতে আমরা সবপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

    তিনি বলেন, গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। এবং আগামী দিনগুলোতে শান্ত ও সংযমের আহ্বান আমরা করছি। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আহ্বান করছি যে কোনো ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন বাংলাদেশের আইন অনুযায়ী হয়।

    ম্যাথু মিলার বলেন, গত সপ্তাহগুলোতে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে মর্মাহত। যারা প্রিয়জন হারিয়েছে এবং যারা এখনো ভুগছে, তাদের সঙ্গে শোক ভাগাভাগি করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…