ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার। দিনটি উপলক্ষে বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে আবারও তারুণ্যের প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন তিনি।
এতে লিখেন, তারুণ্যের সেরা সিদ্ধান্ত ছিলো- ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’।
শেখ হাসিনার সরকার পতনের ধারাবাহিক আন্দোলনের সবশেষ কর্মসূচিটি ছিল ‘মার্চ টু ঢাকা’। শুরুতে এই কর্মসূচিটি ৬ আগস্ট হওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়ে দেয়, ৫ আগস্টই ‘মার্চ টু ঢাকা’ পালিত হবে। ৪ আগস্ট ফেসবুকের এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।
এর আগে এক পোস্টে আজহারী উল্লেখ করেন, আগস্টের ছাত্র-জনতার আন্দোলন যখন দীর্ঘায়িত হচ্ছিল এবং আন্দোলনে মৃত্যুর সংখ্যা বাড়ছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে একদিন কমিয়ে আনার সিদ্ধান্ত নেন। এই বুদ্ধিদীপ্ত পদক্ষেপ অনেক প্রাণ রক্ষা করে। আজহারী বলেন, সেই সময়ে আন্দোলনকারীদের সেরা সিদ্ধান্ত ছিল-‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা।
এফএস