এইমাত্র
  • ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম
  • শত্রুদের বিরুদ্ধে লড়ার আহ্বান খামেনির
  • সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • কুমিল্লায় সমন্বয়কের করা মামলায় আসামি মৃত ২ আ.লীগ নেতা!
  • ভালুকায় মায়ের হাতে মেয়ে খুন, মা গ্রেপ্তার
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘ মহাসচিব
  • প্রথম পর্যায়ে ১৮ হাজার শ্রমিক নেওয়া হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • মুসলিম বিশ্বের সবার শত্রু একই: জুমার খুতবায় খামেনেয়ি
  • সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে
  • প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
  • আজ শনিবার, ১৯ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

    আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

    সরকার পতনের পর একমাস যেতে না যেতেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান হতে যাচ্ছে। ইতোমধ্যে আর. কে ফাস্টফুড এন্ড কফি হাউজ দোকানের সামনে শীঘ্রই শুভ উদ্বোধন লেখা ব্যানার সাটানো হয়েছে।

    জানা যায়, মির্জাপুর কলেজ রোডে অবস্থিত প্রয়াত সংসদ সদস্য একাব্বর হোসেনের মার্কেটের একটি কক্ষে দীর্ঘদিন ধরে মাসিক ভাড়ায় আওয়ামী লীগের কার্যালয় ছিলো। বর্তমানে ওই মার্কেটের মালিক হিসেবে আছেন একাব্বর হোসেনের পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও তার পরিবারের অন্য সদস্যরা।

    গত ৪ আগস্ট দেশব্যাপী ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলন চলছিলো। এই সুযোগে একদল দুস্কৃতিকারী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর চালিয়ে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করে। এরইমধ্যে ভাঙচুর হওয়া আওয়ামী লীগ কার্যালয় সংস্কার করে ফাস্টফুড ও কফি হাউজের দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে।

    এদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ফাস্টফুডের দোকান হচ্ছে জেনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশ কয়েকজন নেতার সাথে কথা হলে তারা সবাই রীতিমত অবাক হন।

    আ.লীগের দলীয় কার্যালয় দোকান হিসেবে ভাড়া নেওয়া মিলন মিয়া বলেন, তিনি ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্তর মা ঝর্ণা হোসেনের কাছ থেকে ভাড়া নিয়েছেন। ডেকোরেশনের কাজ চলছে দ্রুত দোকানটি উদ্বোধন করা হবে।

    এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

    তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, বিষয়টি তিনি জানেন না। কোন আলোচনা না করে এভাবে অফিস ভাড়া দেওয়া ঠিক হয়নি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…