পিরোজপুরের কাউখালী উপজেলার সকল স্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় কাউখালী সরকারী কলেজের সভাকক্ষে উপজেলার শিক্ষার মান উন্নয়নে সুধি সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার কাঠালিয়া পিজিএস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি'র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি'র সদস্য সচিব সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।
বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, সমাজসেবক অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, কাউখালী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার,কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, শিয়ালকাঠি দারুস সুন্নাত ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান, সাহাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, কাউখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম তালুকদার, মমিন ইউ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। অনুষ্ঠানে এক শিক্ষক বলেন, গত সরকারের নতুন কারিকুলাম বন্ধ করতে হবে আমরা শিক্ষকরাই বুঝিনা, ছাত্রদের কিভাবে বুঝাবো। অনুষ্ঠানে প্রধান অতিথি আহসান কবির বলেন, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এজন্য শিক্ষকদের এগিয়ে আসতে হবে। কোচিং এর চেয়ে শ্রেণিকক্ষে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে।
এমআর