কক্সবাজারের টেকনাফে পাহাড়ী এলাকা রফিক নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক গত ৫ দিন আগে থেকে নিখোঁজ ছিল।
উদ্ধার হওয়া মো. রফিক (২৮) টেকনাফ সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড অন্তর্গত কেরুনতলী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।
তথ্য নিয়ে জানা বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ টু কক্সবাজার প্রধান সড়ক সংলগ্ন দমদমিয়া জাহাজ ঘাট এলাকার পাহাড়ের গহীন অরণ্যের ভিতর থেকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের এই মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে যুবকের মৃতদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।
নিহত পরিবারের বরাত দিয়ে ওসি সময়ের কন্ঠস্বরকে বলেন, মো.রফিক নামে এই যুবক গত ৫ দিন আগ ধরে নিখোঁজ ছিল। পরিবার সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছে। অবশেষে ৬ দিন অতিবাহিত হওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃতদেহটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর থানা পুলিশকে অবিহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে লাশের ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটে যাওয়া ঘটনার বিষয়টি সঠিক তদন্ত করার পাশাপাশি উক্ত অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ সদস্যদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এআই