টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় অজ্ঞাত আসামী দেখিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের (সাবেক) কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল খান, পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরিফ মিয়া। আরিফ মিয়াকে বুধবার ও আব্দুল জলিলকে বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, ইমন হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার কাছে পুলিশের গুলিতে কলেজছাত্র ইমন গুলিতে আহত হলে ১৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন মন্ডল বাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে। পরে গত ২২ আগস্ট ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় টাঙ্গাইলের সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও আহসানুল হক টিটু ও সাবেক ৭ এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
পিএম