এইমাত্র
  • খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর
  • মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বহাল রেখেই ঢাবির ভর্তি প্রক্রিয়া শুরু
  • রাজনৈতিক নেতৃত্বরাই দেশ পরিচালনা করবে, এটাই বাস্তবতা: সুলতান সালাউদ্দিন
  • নির্বাচন কমিশনকে জরুরি ৯ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • মিসরে যাওয়ার ঘোষণা মেহজাবীন চৌধুরীর, সঙ্গী 'প্রিয় মালতী'
  • গুম কমিশনে জমা পড়েছে ১৬ শতাধিক অভিযোগ
  • পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল
  • মালদ্বীপের সমুদ্র সৈকতে ফের বিয়ে করলেন সানি লিওন
  • গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • আজ মঙ্গলবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৫ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ভূঞাপুরে চাঞ্চল্যকর মুসলিম হত্যার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম

    ভূঞাপুরে চাঞ্চল্যকর মুসলিম হত্যার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম

    টাঙ্গাইলের ভূঞাপুরে মুসলিম নামের এক যুবক কে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঝাড়ু মিছিল,সড়ক অবরোধ এবং অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

    সোমবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মাটিকাটা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়।

    এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য আমজাদ হোসেন, মোনায়েম হোসেন মোন্নাফ, নুরুল ইসলাম নুরু, মোঃ হাসমত,মোঃ মমিন,মোঃ রতন,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    বক্তারা বলেন গত ৪ অক্টোবর মুসলিম উদ্দীন কে পরিকল্পিত ভাবে, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের ইন্দোনদাতা সহ হত্যাকান্ডে জরিত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাসির দাবী জানান তারা।বক্তারা আরো বলেন,এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয় নি।খুনিরা বীর দর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা নিলে তাদেরকেও কুপিয়ে যখম করবে বলে হুমকি দিচ্ছে।এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

    এ সময় তারা ভূঞাপুর টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।বিক্ষুব্ধ জনতা দোষীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি আসামীদের গ্রেফতার না করে তাহলে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যাবস্থা অচল করতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তারা অবস্থান করবে এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে।

    এদিকে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় দু পাশে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পরতে হয় যাত্রীদের। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনা স্থলে উপস্থিত হয় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার।অতি দ্রুত নিহতের খুনিদের গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা ২ ঘন্টা পর দুপুর ১২ টায় অবরোধ তুলে নেয়।

    ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।আসামীদের অতি দ্রুতই গ্রেফতার করা হবে।আমাদের অভিযান চলমান। আসামীরা যে প্রান্তেই থাকুক অতি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করা হবে।আপনারা ধৈর্য্য ধারন করুন এবং আমাদের সহযোগিতা করুন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার বলেন,মুসলিম উদ্দীন হত্যা মামলায় আপনারা আম্দের তথ্য দিয়ে সহাযোগিতা করুন।তারা যেখানেই থাকুক খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা হবে।

    উল্লেখ্য, গত ৪ অক্টোবর মাটিকাটা বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে একটি শালিসি বৈঠক থেকে ফেরার পথে মুসলিম উদ্দীনের উপর দেশিয় অস্ত্রসহকারে পরিকল্পিত ভাবে হামলা চালায়,সুজন রাকিব,মর্তুজ ও তার সহকারীরা।হামলায় নিহত হয় মুসলিম।আহত হয় মুসলের বাবা সহ আরো ৬ জন। এ ঘটনায় মুসলিমের ভাই মুসা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।পুলিশ এ ঘটনায় হালিম নামের একজন কে গ্রেফতার করে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…