এইমাত্র
  • লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!
  • কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • নেত্রকোনায় ২৪ ঘন্টায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড
  • বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা
  • নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
  • ঢাকা বিমানবন্দর থেকে আ.লীগ নেতা হিমু গ্রেফতার
  • চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২
  • রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ
  • মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল বাংলাদেশ
  • আজ সোমবার, ৩০ আষাঢ়, ১৪৩২ | ১৪ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম

    বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম

    কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে যাওয়া স্থানীয় পাঁচ জেলেকে মিয়ানমার সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালের দিকে টেকনাফের সাবরাং নয়াপাড়া সংলগ্ন নাফ নদীর জলসীমা এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায়।

    রাত ৯ টার দিকে স্থানীয় জেলেরা সময়ের কন্ঠস্বরকে জানান উক্ত ঘটনার পর থেকে মঙ্গলবার ১০ টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি মিয়ানমার।

    অপহৃত হওয়া ৫ জেলে হচ্ছে-রাশেদ হোসেন,বোরহান, সাইফুল ইসলাম,রাসেল ও আলম। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

    এবিষয়ে জানতে চাইলে, সাবরাং ইউপি পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আবদুস সালাম সময়ের কন্ঠস্বরকে বলেন,আমার এলাকার ৫ জন জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের লোকজন।

    তবে তাদেরকে কারা নিয়ে গেছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা তাদেরকে ধরে নিয়ে গেছে।

    এদিকে নাফনদ সংশ্লিষ্ট জেলেরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদের মালিকানাধীন একটি নৌকাসহ মোট তিনটি নৌকা নাফ নদে মাছ শিকার করতে যায়।

    এ সময় মিয়ানমারের কিছু লোক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নদীতে নেমে জেলেদের ধাওয়া করে।

    একপর্যায়ে দুটি নৌকায় থাকা মাঝিমাল্লারা পালিয়ে আসতে সক্ষম হলেও মজিদের মালিকানাধীন নৌকাসহ ৫ জন জেলেকে ধরে ওপারের দিকে নিয়ে যায়।

    এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী সময়ের কন্ঠস্বরকে বলেন নাফনদী থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। তবে উক্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি।

    এব্যাপারে বাংলাদেশ সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দীন আহমেদ সময়ের কন্ঠস্বরকে বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

    আশা করছি স্বল্প সময়ের মধ্যে তাদেরকে স্বদেশে ফেরত আনতে সক্ষম হবে বলেও জানান এই কর্মকর্তা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…