এইমাত্র
  • বাংলাদেশে ৪০ হাজার পশুর মাংস পাঠাবে সৌদি আরব
  • বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়: এ্যানি
  • অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত
  • ‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত
  • হাসিনা-রেহানার ব্যাংক হিসাব তলব
  • অর্ধশত বিচারক-কর্মকর্তার বিষয়ে তদন্ত চেয়ে রিট খারিজ
  • রসুন ক্ষেতে মিললো কৃষকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
  • র‍্যাবের বিলুপ্তি চায় বিএনপি, সুপারিশ গেছে সংস্কার কমিটিতে
  • পিরোজপুরে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু
  • আসাদের পতনের পর সিরিয়াজুড়ে ইসরায়েলের ২৫০ বিমান হামলা
  • আজ মঙ্গলবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১০ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে হিন্দুবাড়িতে ভাঙচুর ও লুটপাটের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

    কিশোরগঞ্জে হিন্দুবাড়িতে ভাঙচুর ও লুটপাটের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

    কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের একটি হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় প্রধান আসামি বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব।

    মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে র‍্যাব-২ আগারগাঁও এর সহায়তায় তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

    গ্রেফতারকৃত ইদ্রিস মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ব্রাহ্মণকচুরি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

    র‍্যাব জানায়, গত (৫ আগস্ট) বিকাল তিনটার দিকে ইদ্রিস চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের প্রয়াত জয় কৃষ্ণ বর্মণের স্ত্রী গীতা রানী বর্মণের (৬৫) বাড়িতে আক্রমন করে। তারা বাড়িঘর ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন করে। সন্ধ্যায় দ্বিতীয় দফা হামলা করে নগদ ১৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ইদ্রিস মিয়া ও তার অনুসারীদের হুমকিতে ভিকটিমের পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গীতা রানী বর্মণ বাদী হয়ে গত (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

    র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি ইদ্রিস মিয়াকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে। এ মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে অভিযোগ করলে গত (১ অক্টোবর) বিএনপি থেকে ইদ্রিস মিয়াকে বহিষ্কার করা হয়।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…