এইমাত্র
  • ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান গ্রেপ্তার
  • আ.লীগ-ছাত্রলীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না: নাহিদ ইসলাম
  • মৃত্যুর ঠিক আগমুহূর্তে কী ঘটে, অবশেষে হাজার বছরের রহস্যের জট খুলল
  • কারখানার মালিক হওয়াই কি অপরাধ শহিদুজ্জামান শুভ'র?
  • 'স্বাভাবিক মৃত্যু'কে ফরেনসিকের কারিশমায় হত্যা প্রমাণের অভিযোগ
  • সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল
  • 'এটা তার ব্যক্তিগত বিষয়' তাহসান খানের বিয়ে প্রসঙ্গে মিথিলা
  • নতুন বিজ্ঞাপনে চিত্রনায়ক ইমন, সঙ্গী তার স্ত্রী আয়েশা
  • ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৬
  • মিরপুরে দেশীয় অস্ত্রসহ আ.লীগের ৫ নেতা কর্মী গ্রেফতার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩১ | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
    বিনোদন

    ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম

    ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম

    ইসলামের টানে অভিনয় ছেড়েছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি দেশের বিভিন্ন গণমাধ্যমেও খবর আসে ইসলামের টানে অভিনয় ছেড়েছেন এ অভিনেতা।


    তবে আজ শনিবার(২৫ জানুয়ারি) সময়ের কণ্ঠস্বরকে তামিম জানান, তিনি মিডিয়া ছাড়ছেন না। তিনি বলেন, 'আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন। একই ঘটনা আমার বিয়ের আগে ঘটেছিল। যার যা ইচ্ছে তাই পোস্ট দিয়েছিল। আপনি প্রথম যে আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, আসলেই মিডিয়া ছাড়ছি কিনা! '

    এদিকে সামাজিক মাধ্যমে ইসলামের টানে অভিনয় ছেড়েছেন বিষয়টি জানিয়েছেন তার বড় ভাই সাকিব এম তালহা। তিনি লিখেছেন, 'আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।'

    এ প্রসঙ্গে তামিম মৃধার বক্তব্য, 'সে আমার ভাই। ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। কিন্তু নিউজ করার আগে আপনি ছাড়া কেউ কথা বলার প্রয়োজন বোধ করেনি। তামিম বলেন, 'দ্য মেসেজ পডকাস্ট' নামে আমি একটি পডকাস্ট চ্যানেল চালু করেছি। যেখানে ইসলামের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা হয়। ইয়ুথদের ঘিরে ইসলাম নিয়ে যে মিস কনসেপশন রয়েছে সেগুলো আলোচনা হচ্ছে । '

    তিনি বলেন, গত সাত-আট মাস ধরে রিসার্চ করে এই শো-টি শুরু করেছি। এজন্য মেইনস্ট্রিম মিডিয়া ছেড়ে 'ইসলামের ছায়ালতে' এসেছি এমন কোনো বক্তব্য কোথাও বলিনি। যে পডকাস্ট করছি এটা যেমন ভালো কাজ, তেমনি আগামীতে যদি ভালো স্ক্রিপ্ট আসে তাহলে অভিনয় করতে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। মিডিয়া ছাড়ছি কিনা বিষয়টি এমন প্রশ্ন যে, আমি ভাত খাই। এখন ভাত খাওয়া ছেড়ে দেব কিনা?

    তামিম জানান, মন মতো স্ক্রিপ্ট না আসায় কোভিডের পর থেকে তুলনামূলক অভিনয় কমিয়ে দিয়েছেন। মনোযোগ বাড়িয়েছেন চাকরী ও ব্যবসায়। তামিম বলেন, ব্যাটেবলে মিললে আগামীতে কাজ করবো। এর পাশাপাশি আমি কনটেন্ট বানাবো, ব্র্যান্ড এনডোর্স সবকিছুই করবো।এছাড়া আমার সোশ্যাল প্ল্যাটফর্মে কোরআন ও সুন্নাহর আদর্শকে মাথায় রেখে ভালো ভালো কনটেন্ট নিয়ে কাজের চেষ্টা অব্যাহত রাখবো।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…