প্রতিটি ক্লান্তি লগ্নে বিএনপি দেশের হাল ধরেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদপক নাজমুল হাসান অভি। জিয়াউর রহমানের ১৯ দফাকে কেন্দ্র করেই আজ বাংলাদেশ পরিচালনা হচ্ছে।
বিকালে ধামরাইয়ে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন
এসময় তিনি আরও বলেন জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জিয়াউর রহমানের ১৯দফাকে কেন্দ্র করেই আজ বাংলাদেশ পরিচালনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু প্রমুখ।
শেষে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবি