কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিরোধী আন্দোলন যারা করেছে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, যাতে করে এদেশে যারা গুম করেছে, খুন করেছে এবংএমন কি মানুষকে বর্বরোচিত ভাবে নির্যাতন করেছে সেই অপশক্তি ফ্যাসিবাদী দোসরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আজকে তারা পায়তারা চালাচ্ছে এদেশকে অস্থিতিশীল করতে।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর উদ্যানে শাহীন ক্যাডেট স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে করে তারা এই দেশে কোনভাবেই আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এছাড়াও খুনিদের বিচার হতেই হবে। যারা নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার এই দেশের মাটিতে অবশ্যই সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বিচার করতে হবে।
ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশের পথ সুগম হয়েছে।
মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, শহিদ হয়েছে। সেই ভোটের অধিকার মানুষের প্রতিষ্ঠার আন্দোলন চলছে।
টুকু বলেন,আমি মনে করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। যে বাংলাদেশের সকলের মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, সকলেই ভাই ভাই হিসেবে এদেশটাকে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলবো।
এছাড়াও ফ্যাসিবাদী আওয়ামী সরকার শেখ হাসিনা যিনি এই দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে তিনি কিভাবে অনুশোচনা না করে দেশের মানুষের কাছে ক্ষমা না চেয়ে বক্তব্য দেন।
তিনি আরো বলেন, এই দেশে ১৭ বছরে তিনি মানুষের উপর বর্বর রচিত নির্যাতন করে এবং কি আলেম ওলামাদেরসহ সাংবাদিকদের যেভাবে তিনি হত্যা করেছে সর্বশেষ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে সমস্ত ছাত্র জনতাকে হত্যা করেছে সে হত্যাকারী তার অনুশোচনা ছাড়াই কথা বলে তখন কিন্তু মানুষ ক্ষুব্ধ হবেই এটাই স্বাভাবিক।
কাজেই আমি মনে করি ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে সকলেই আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আর যাতে মাথাচারা না দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
পিঠা উৎসব অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান নেতৃত্বে ৩১ দফার কথা তুলে ধরেছেন এদেশের মানুষের কাছে। সেই ৩১ দফায় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে যাতে বাজেট বেশি থাকে সেটিই উপস্থাপন।করেছেন। এছাড়াও ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এরাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। কাজে আগামী বাংলাদেশ পরিচালনা যারা করবে তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে বিদায়ী ফ্যাসিস্ট সরকার আর যাতে মাথাচারা দিতে না পারে।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদুল আলম শাহীন প্রমূখ।
এফএস