এইমাত্র
  • জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ
  • শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
  • মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
  • বহুল প্রতিক্ষীত দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা সেচ কার্যক্রম চালানোর অনুরোধ
  • এবার যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • কাঠগড়ায় কাঁদার পর হাসতে হাসতে হাজতখানায় যান সাবেক মন্ত্রী শাজাহান
  • রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আরসার ৪ সদস্য আটক
  • আজ মঙ্গলবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ডেভিল হান্টে সাতকানিয়ায় দুদিনে কোনো গ্রেফতার নেই

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

    ডেভিল হান্টে সাতকানিয়ায় দুদিনে কোনো গ্রেফতার নেই

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

    সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলছে। তবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় গত দুইদিনে কোনো ডেভিল গ্রেফতার বা আটক নেই।

    সাতকানিয়া থানার ওসি (তদন্ত) মো. আবদুল মোন্নাফ এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, বর্তমানে দেশব্যাপি ডেভিল গ্রেফতারের অভিযান চলছে। তবে আমার থানা এলাকায় এ সংক্রান্ত কোনো আসামি গ্রেফতার বা আটক নেই। একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে সাতকানিয়া গঠিত।

    ২৮২.৪০ বর্গ কিলোমিটার আয়তনের সাতকানিয়া থানা এলাকার উত্তরে চন্দনাইশ, দক্ষিণে লোহাগাড়া, পূর্বে বান্দরবান সদর এবং পশ্চিমে বাঁশখালী উপজেলা।

    তবে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে না। উপজেলায় প্রবেশ ও বের হওয়ার রাস্তায় নেই বাড়তি নজরদারি। ফলে ডেভিলরা বিনা বাধায় চলাফেরার সুযোগ পাচ্ছে। যেটি ছাত্র ও সাধারণ জনগণের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গত ৪ আগস্ট দুপুর থেকেই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দখল করে নেয় আন্দোলনকারী ছাত্ররা। তাদের সঙ্গে যোগ দেন কৃষক-শ্রমিক, জনতাসহ সকল শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। ওইদিন বেলা ৩টায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল শুরু হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের সাতকানিয়া উপজেলার মিঠাদিঘী থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এছাড়া খণ্ড খণ্ড মিছিল বের হয় উপজেলার বিভিন্ন স্থান থেকে। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা কেরানীহাট স্টেশনের দিকে আসতে থাকেন।

    একপর্যায়ে কেরানীহাট স্টেশনে পৌঁছালে বিক্ষোভকারী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তবে সংঘবদ্ধ হয়ে ছাত্র-জনতা তাদের ধাওয়া দিলে পিছু হটে তারা।

    জানা যায়, ওইদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন কেরানীহাটে। ছাত্র-জনতাকে দমনে সেখানে দফায় দফায় বৈঠক করেন তারা। সিদ্ধান্ত নেন ছাত্র-জনতাকে কঠোরভাবে মোকাবিলা করার। যার তদারকির দায়িত্বে ছিলেন কয়েকজন আওয়ামীপন্থি জনপ্রতিনিধি। তাদের প্রত্যক্ষ মদদেই সেখানে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে অস্ত্রধারীরা।

    সূত্র বলছে, সেই দিনের অস্ত্রধারীদের অনুসারী কেউ কেউ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ঘটনার দিন অস্ত্র বহন এবং গুলি বর্ষণের ঘটনায় কেউ মুখ খুললে তাদের দেখে নেয়ার হুমকি-ধমকি দিচ্ছেন। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির নেতৃত্বে তাদের অনুসারীরা সেদিন গুলিবর্ষণ করেছে। কিন্তু ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো সেই অস্ত্রধারী কেউ গ্রেফতার হননি।

    চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী ডেভিলদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ছাত্র ও সাধারণ জনগণ।

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…