দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে অপসারণ দাবিতে মানববন্ধন করে ইউএনওকে তার কার্যালয় থেকে বের করে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও স্থানীয় জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বুধবার (১২জানুয়ারী) বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন স্থান থেকে আগত অর্ধশত মানুষ ব্যানার ফেস্টুন হাতে তার অপসারণ দাবী করেন। এসময় বক্তব্য রাখেন নাগরিক কিমিটির পার্বতীপুরের প্রতিনিধি তারিকুল ইসলাম, সোহেল সাজ্জাদ, রোকুনুজ্জামান রকিসহ সংশ্লিষ্টরা।
তারা বলেন, আওয়ামী লীগের দোষর ইউএনও ফাতেমা খাতুন দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর উপজেলায় একক স্বেচ্ছাচারিতায় রাজত্ব কায়েম করেছে। নানা অনিয়মের অভিযোগে পর পর দুই বার বদলী আদেশ হলেও অজ্ঞাত কারনে তা স্থগিত হয়। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
পরে উত্তেজিত আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করলে পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের সহযোগীতায় অফিস ত্যাগ করেন অভিযুক্ত ইউএনও ফাতেমা খাতুন।
এ বিষয় জানতে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কয়েকজন ছাত্রসহ জাতীয় নাগরিক কমিটি ও স্থানীয় জনতা আমার অফিসে আছে। তাদের খুশি রাখার জন্য আমি অফিস থেকে বের হয়ে গেছি।
তিনি আরোও বলেন, আমি বাসভবনে অবস্থান করছি। উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এমআর