মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত পনে ৯ টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকার লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের বিপরীতে মাদ্রাসা পাড়া সংলগ্ন সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী সার্ভিস সড়কে একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী একটি সিএনজি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির তিন যাত্রী আহত হন। আহতরা ঢাকায় যাচ্ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই।'
তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
এনআই