গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানা মিয়াকে (৩৫) আটক করা হয়। সে ওই এলাকার তাইজুদ্দিন আহমেদের ছেলে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, রানা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক রানা মিয়ার কাছ থেকে ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’
এসআর