টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর এবার টাইগাররা মাঠে নামছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এশিয়া কাপে হতাশার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও সিরিজে ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছিল, তবুও দারুণ লড়াই করে যথাক্রমে ৪, ২ এবং ৬ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা। ফলে বিদেশের মাটিতে প্রথমবারের মত আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
ইতোমধ্যে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিয়েছে মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশে আফগানিস্তান-বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়াও আফগানিস্তান থেকে ম্যাচটি দেখা যাবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাতে।
পাকিস্তানে দেখা যাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপার, তামাশা ও মাইকোতে। ভারতে দেখা যাবে ফ্যান কোডে। বিশ্বের অন্যান্য দেশে বিনামূল্যে সরাসরি দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
আরডি