ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে এ কথা জানান তিনি। বুধবার (০৮ অক্টোবর) সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে এলেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরের ঘোষণা দেয়ার পর থেকেই ভারতীয়দের জন্য ভিসানীতির পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্টারমার। তিনি স্পষ্ট করে জানান, ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনো সম্ভাবনা নেই।
তার ভারত সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে মূলত ব্যবসা এবং বিনিয়োগ গুরুত্ব পাবে।’
ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে তিনি বলেন, ‘এটা পরিকল্পনার অংশ নয়। যুক্তরাজ্যের অভিবাসন নীতির কোনো পরিবর্তন হবে না।’
তবে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে যে নতুন বাণিজ্যচুক্তি সই হয়েছে, তা বাস্তবে অর্থনৈতিক লাভে কী ভাবে পরিবর্তন করা সম্ভব, তা নিয়ে আলোচনা হবে।
এমআর-২