আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। ছাত্রদল সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদপ্রার্থী মোঃ শাফায়াত হোসেন ও এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
ইশতেহারে মোটাদাগে আট দফাসহ ৭০ টি উপদফা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার, শিক্ষার্থীদের নিরাপদ ও আইনি সহায়তা দেয়ার অঙ্গীকার করেন তারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমাদের সমস্যার সংখ্যা অনেক। চাইলেই রাতারাতি সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরেছি এবং এক বছর কার্যকালের মধ্যে যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব’
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে কথা বলতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। আগামীতেও আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকব এবং সেক্ষেত্রে যদি আমাদের দল বাধা হয়ে দাঁড়ায়, দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের কাতারে গিয়ে দাঁড়াব।’
আরডি