যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে গেলে অসাবধানবশত এ ঘটনা ঘটে।
নিহত মিনতাহা সদর উপজেলার চানপাড়া গ্রামের মিরাজুল হকের মেয়ে। এ ঘটনায় দাদা শাহাজাহান আলীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শাহজাহান আলী তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাতের চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত লাঠির আঘাত লাগে তার ছেলে মিরাজুল হকের মেয়ে মিনতাহার মাথায়। লাঠির আঘাতে গুরুতর আহত হওয়া শিশু মিনতাহাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, ‘শিশু মিনহাতার মাথার আঘাতটি গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ‘স্ত্রীকে মারতে যাওয়া লাঠির আঘাতে শিশু মিনতাহা মারা গেছে। এ ঘটনায় দাদা শাহাজাহানকে আটক করা হয়েছে।’
এসএম