এইমাত্র
  • দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত
  • জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
  • ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
  • যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
  • এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
  • আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
  • এবার লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা
  • আজ শনিবার, ২৩ কার্তিক, ১৪৩২ | ৮ নভেম্বর, ২০২৫
    জাতীয়

    দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম

    দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম

    দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ১০ দফা নির্দেশনা পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত ওই চিঠিতে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে ঘটে যাওয়া সাইবার হামলার বিষয়টি উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

    বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরগুলোর তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সুরক্ষিত রাখতে এবং সাইবার হামলার ঝুঁকি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে-

    ১) শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।

    ২) অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।

    ৩) হোয়াটসআপ, মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্চিত বা সন্দেহজনক লিংক কিংবা

    ৪) অ্যাটাচমেন্ট-এ ক্লিক করা থেকে বিরত থাকা।

    ৫) সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।

    ৬) পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা।

    ৮) অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফ্টওয়্যার বা অ্যাপস ইনস্টল না করা।

    ৯) মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহার করা।

    ১০) দাপ্তরিক কাজে বেবিচক এর ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।

    ১১) গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।

    ১১) পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।

    এছাড়া সাইবার সিকিউরিটি সংক্রান্ত যেকোনো উদ্ভুত সমস্যা পরিলক্ষিত হলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত CAAB-CIRT Team, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে (CIRT) তাৎক্ষনিক অবহিত করতে হবে।

    বেবিচক জানিয়েছে, এসব পদক্ষেপ নেয়া হয়েছে বিমানবন্দরগুলোর তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সুরক্ষিত রাখতে এবং সাইবার হামলার ঝুঁকি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…