এইমাত্র
  • প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯২, সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুশফিক
  • জুলাই গণহত্যা: জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ফুলবাড়ীতে গরীব-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান
  • গাজীপুরে কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • মুশফিককে ‘হাই কোয়ালিটি প্লেয়ার’ বললেন পন্টিং
  • মুন্সিগঞ্জে দুটি বেকারিকে জরিমানা
  • ফুলবাড়ীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও জনসভা
  • বাংলাদেশের কাছে হারের পর যা বলছে ভারতীয় গণমাধ্যম
  • শততম টেস্টে ফিফটি তুলে নিলেন মুশফিক
  • দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
  • আজ বুধবার, ৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজারে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম

    কক্সবাজারে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম

    কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংক রোড এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

    পুলিশ জানায়, সকালে হলুদ টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত লাশটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ২৫ থেকে ৩০ বছর। তার চেহারা বিকৃত হয়ে গেছে। লাশ থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছিল। কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    লিংক রোড এলাকার ব্যবসায়ী কামাল আহমেদ বলেন, সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে রেললাইনের পাশের খোলা মাঠে লাশটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। লিংক রোড এলাকায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত লোকসমাগম থাকে, ২৪ ঘণ্টা যানবাহন চলাচল করে। এমন স্থানে কেউ নিহত হলে কারও চোখে পড়ার কথা। হয়তো অন্য কোনো স্থান থেকে নিয়ে এসে লাশটি লিংক রোড এলাকায় কেউ ফেলে গেছে।

    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরনে থাকা প্যান্টের পকেট থেকে কিছু পলিথিন ও কাগজের টুকরা উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…