বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি একটি জনগণের সরকার গঠিত হয়, তবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদেরও দেশের প্রচলিত আইনে বিচার করা হবে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে মাদারীপুর শহরের চরমুগুরিয়া বন্দর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট জনগণের মাঝে বিতরণকালে এসব মন্তব্য করেন হেলেন জেরিন খান।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এখন সেফ এক্সিটের পথ খুঁজছেন। এই সেফ এক্সিটের কথা তুলে তারা জনগণকে বিভ্রান্ত ও দুশ্চিন্তায় ফেলে দিচ্ছেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এখনো আমরা অর্থনৈতিকভাবে উন্নত হতে পারিনি। এমন পরিস্থিতিতে দুটি পৃথক নির্বাচন আয়োজনের আর্থিক সক্ষমতা জনগণের নেই। তাই বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হোক, এটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।
এ সময় এনসিপির প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এনসিপির নেতৃবৃন্দদের স্নেহ করি, তবে তারা শাপলা প্রতীক নিয়ে যেভাবে অনড় অবস্থান নিয়েছেন, তা রাজনৈতিক পরিপক্বতার অভাব প্রকাশ করছে। রাজনীতিতে অনেক সময় কিছু বিষয়ে ছাড় দিতে হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবাইত হোসেন, সাবেক সভাপতি ও ভিপি সরোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, বিএনপি নেতা আরিফ হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসকে/আরআই