গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-০৬৭৭) রেকার বিল করাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি জানান, সকালে আমাদের টহল টিম জৈনাবাজার এলাকায় দায়িত্ব পালনকালে দেখতে পায়, ইমাম পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে অবৈধভাবে পার্ক করে যানজট সৃষ্টি করছে। নিয়ম অনুযায়ী বাসটি রেকার বিল করে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ সময় কিছু স্থানীয় লোকজনের উসকানিতে বাসচালক ও যাত্রীরা পুলিশের ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সালনা এলাকায় অভিযান চালিয়ে বাসটি আটকসহ চালক জাকির হোসেন ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আইয়ুব আলী।
এসআর