গাজীপুরের গাছা থানার শরীফপুর রোডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোসা. সোহেলা খাতুন (৪২), শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং পেশায় গার্মেন্টস কর্মী।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহতের স্বামী মো. কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। বিয়ের পর থেকে স্ত্রীসহ একই ভাড়া বাসায় থাকলেও তাদের মধ্যে নিয়মিত দাম্পত্য কলহ চলত। কয়েক দিন আগে সোহেলা খাতুন তার স্বামীকে তালাক দেন। ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকালে কালু শেখ রাস্তায় একা পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহত সোহেলাকে উদ্ধারের চেষ্টাকালে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হত্যার সঙ্গে জড়িত স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এনআই