এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিংড়ায় বিদ্যালয়ে অনিয়মে ফুঁসে উঠল গ্রামবাসী, অপসারণ দাবি প্রধান শিক্ষকের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

    সিংড়ায় বিদ্যালয়ে অনিয়মে ফুঁসে উঠল গ্রামবাসী, অপসারণ দাবি প্রধান শিক্ষকের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

    নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

    সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, এমডিএম কার্যক্রম ও শিক্ষা উপকরণ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার স্বেচ্ছাচারী আচরণে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত স্কুলে আসেন না, শিক্ষার্থীদের দিয়ে সিগারেট আনিয়ে নেন, সিগারেট আনতে রাজি না হলে শিক্ষার্থীদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।

    বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষকদের অবমূল্যায়ন এবং সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকটির বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তবুও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

    অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

    এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, 'আমি নিয়মিত স্কুলে আসি, কখনো বাচ্চাদের দিয়ে সিগারেট আনাই না, এগুলো বানোয়াট।'

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ বলেন, 'এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজও শুরু করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

    সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, 'এমন কিছু ঘটনার কথা শুনেছি। শুনে ওই স্কুল পরিদর্শন করেছি। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে কথা হয়েছে।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…