সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর শহর ও মায়াদিনের সংযোগকারী রাস্তায় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, চলন্ত অবস্থায় বাসটিতে পূর্বে স্থাপন করা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হামলা চালানো হয়। নিহতরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তেল স্থাপনা রক্ষার দায়িত্বে ছিলেন।
কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে এলাকাটি ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত ইসলামিক স্টেট গ্রুপের স্লিপার সেলের আবাসস্থল হিসেবে পরিচিত। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সম্ভবত ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত।
একসময় সিরিয়া ও ইরাকের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী আইএস দামেস্কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন কর্তৃত্বের বিরোধিতা করছে। আল-শারা একসময় সিরিয়ায় আল-কায়েদার শাখার প্রধান ছিলেন এবং আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
এবি