এইমাত্র
  • ফুলবাড়ীতে গরীব-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান
  • গাজীপুরে কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • মুশফিককে ‘হাই কোয়ালিটি প্লেয়ার’ বললেন পন্টিং
  • মুন্সিগঞ্জে দুটি বেকারিকে জরিমানা
  • ফুলবাড়ীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও জনসভা
  • বাংলাদেশের কাছে হারের পর যা বলছে ভারতীয় গণমাধ্যম
  • শততম টেস্টে ফিফটি তুলে নিলেন মুশফিক
  • দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
  • নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা এগিয়ে যেতে পারবে না: ধর্ম উপদেষ্টা
  • রমজানের আগেই বাড়ছে ছোলা-খেজুরসহ ৬ ভোগ্যপণ্যের আমদানি
  • আজ বুধবার, ৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম

    ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের মুখে এনডিসি আল হেরা দাখিল মাদ্রাসা, সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত এতিমখানা, দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু সরকারি-বেসরকারি স্থাপনা।

    শুক্রবার (১৭ অক্টোবর) সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, একজন মাদ্রাসা প্রধান শিক্ষক আল্লাহর কাছে হাত তুলে মোনাজত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নদীভাঙনের হাত থেকে মাদ্রাসা-মসজিদ বাঁচানোর মোনাজাত করার করুণ আর্তনাথের কাহিনি।

    এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল হেরা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে সরকারের কাছে সহায়তা চান।

    লাইভে তিনি বলেন, 'এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রফেসর সানোয়ার হোসেন সবসময় বলতেন— সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই আমাদের বিল হয়, এমপিও হয়— কোনো প্রকার টাকা-পয়সা লাগে নাই। এটি নবীর ঘর। আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি, তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু নদী ভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে, যদি এখনই জিও ব্যাগ ডাম্পিং না করা হয়, এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে না। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত জিও ব্যাগ ডাম্পিং করে স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হোক।'

    লাইভের পুরো সময়জুড়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন না হয়।

    স্থানীয়দের ভাষ্য, আল হেরা দাখিল মাদ্রাসার নামে নতুন একটি ভবনের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদি পুরো প্রতিষ্ঠানটি নদীতে বিলীন হয়ে যায়, সরকারের নতুন এই অবকাঠামোগত বিনিয়োগও নদীগর্ভে হারিয়ে যাবে।

    বুড়াইচ ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'আমার নিজের বাড়ি গত কয়েক বছরে তিনবার নদীতে গেছে। এখন কোনো মতে টিকে আছি। যে অবস্থায় নদী আছে, তাতে যে কোনো সময় মাদ্রাসা, এতিমখানা আর বিদ্যালয়গুলো পুরোপুরি নদীতে বিলীন হয়ে যাবে।'

    এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, 'স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন জরুরি ভিত্তিতে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে— জিও ব্যাগ ডাম্পিংয়ের প্রস্তুতি চলছে।'

    স্থানীয়দের দাবি, নদীর এই ভাঙন যদি এখনই ঠেকানো না যায়, মধুমতীর পাড় ঘেঁষে থাকা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও শত শত পরিবারের শেষ আশ্রয়টুকুও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…