ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবেনেশ্বর নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর বাজার সংলগ্ন ভুবেনেশ্বর নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশার চৌকদার। অভিযানে সদরপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
উচ্ছেদ অভিযানে নদীর তীর দখল করে নির্মিত একাধিক অবৈধ দোকান ও কাঠামো ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নদী ও খাসজমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘এই ধরনের অভিযান নিয়মিতভাবে চললে ভূমিদস্যুরা আর সাহস করে সরকারি জমি দখল করতে পারবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রশাসনের নিয়মিত কাজের অংশ। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এনআই