এইমাত্র
  • বরিশালে ‘ধানের শীষ’র রিকশা র‌্যালি
  • আবারও রেকর্ডবুক তোলপাড় করলেন জোকোভিচ
  • সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে শিক্ষকদের কর্মবিরতি, ১৭০টি স্কুলে বন্ধ পাঠদান
  • তামিমের সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল যুবা টাইগারদের
  • বাঘায় কলেজছাত্রীর আত্মহত্যা
  • চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ
  • গার্দিওলার ১০০০ ছোঁয়ার ম্যাচ
  • ঢাকা-১০ আসনে ভোটার হয়ে নির্বাচন করার ঘোষণা উপদেষ্টা আসিফের
  • বেনাপোল স্থলবন্দরে অগ্নি নির্বাপন মহড়া
  • আজ রবিবার, ২৫ কার্তিক, ১৪৩২ | ৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম

    পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম

    রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার রাতে (২৮ অক্টোবর) পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন।

    মামলায় আসামি করা হয়েছে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের দমদমা গ্রামের মৃত সেরাজ মোল্লার ছেলে আজিজুল মোল্লা (৪৮)-কে। ভুক্তভোগী তরুণী বৃষ্টি খাতুন মমিন আলী ও দেলোয়ারা বেগম দম্পতির মেয়ে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পিতা-মাতা গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন এবং ছোট ভাইসহ সেখানে বসবাস করেন। বৃষ্টি খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি দমদমা গ্রামে দাদী আনোয়ারার (৭০) কাছে থাকতেন।

    গত ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দাদী বাজারে গেলে প্রতিবেশী চাচা আজিজুল মোল্লা বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কাউকে না বলার জন্যও হুমকি দেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে আজিজুল ওই তরুণীকে ধর্ষণ করেছেন।

    ঘটনার প্রায় এক মাস পর ২৬ অক্টোবর ভুক্তভোগীর দাদী বিষয়টি ফোনে মেয়ের বাবা–মাকে জানান। এরপর তারা গাজীপুর থেকে পুঠিয়ায় এসে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি গোপনে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগীর পরিবার আপস না করে আইনের আশ্রয় নেয়।

    পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…