তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করলেও বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে পরে চাপে পড়েছে উইন্ডিজ। তাদের দেড়শ রানের আগেই থামিয়েছেন টাইগার বোলাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংয়ের উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। দলের ১ রানের মাথাতে ৪ বলে ১ রান করে বিদায় নেন কিং।
কিংয়ের বিদায়ের পর ঝড় তোলেন আলিক আথানাজে এবং শাই হোপ। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে পরিস্থিতি সামলে এগিয়েছে উইন্ডিজ। পাওয়ারপ্লের ৬ ওভারে কিংয়ের উইকেট হারিয়ে ৫০ রান তোলে ক্যারিবিয়ানরা।
পাওয়ারপ্লে শেষেও ছুটেছে আলিক এবং হোপের উইলো। দুজনের তাণ্ডবে বোর্ডে দ্রুত রান তুলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ফিফটি ছুঁয়েছেন দুজনই। ৩৩ বলে ৫২ রান করে দলের ১০৬ রানের মাথাতে থামেন আলিক। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। পরের বলেই শেরফান রাদারফোর্ডকে বোল্ড করেন নাসুম।
পরের ওভারে ৩৬ বলে ৫৫ রান করা শাই হোপকে ফেরান মুস্তাফিজুর রহমান। মোমেন্টাম যেন চলে আসে বাংলাদেশের দিকে। পরে একই ওভারে রভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডারকে ফেরান রিশাদ হোসেন। দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ, ফিরিয়েছেন বোলাররা।
শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলেই দুই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। সাথে ১ রান আউট মিলে উইকেট যায় ৩টি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। ১ উইকেট তুলেছেন তাসকিন আহমেদ।
আরডি