এইমাত্র
  • জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
  • ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
  • যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
  • এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
  • আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
  • এবার লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা
  • আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
  • এবার লালমনিরহাট থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
  • আজ শুক্রবার, ২৩ কার্তিক, ১৪৩২ | ৭ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চলনবিলে পাখি নিধনের অপরাধে দুই শিকারির কারাদন্ড

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

    চলনবিলে পাখি নিধনের অপরাধে দুই শিকারির কারাদন্ড

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

    নাটোরের সিংড়ায় পাখি বিক্রয়ের অপরাধে হাজামুত আলী (৫৫) ও সাব্বির হোসেন (২২) নামের দুই পেশাদার শিকারি কে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    বুধবার (২৯ অক্টোবর) সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা পার্শ্ববর্তী তাড়াশ থানার পলাশি গ্রামের বাসিন্দা।

    এসময় পাখি বিক্রেতাদের কাছ থেকে ৫১ টি জবাইকৃত বকপাখি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়।

    স্থানীয় পরিবেশ কর্মীরা জানায়, ভোর রাতে সলঙ্গা এলাকায় ধান ক্ষেতে পাখি শিকারের জন্য বিশেষ কিল্লা ঘরের ফাঁদ পেতে পাখিগুলো শিকার করা হয়। পরে জবাই করে সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়া বাড়ি বাড়ি বিক্রয়ের সময় তদেরকে হাতে নাতে আটক করে প্রশাসনের হস্তান্তর করেন সাংবাদিক ও পরিবেশকর্মীরা।

    চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘বর্ষার শেষে চলনবিলে লাখ লাখ পাখির আগমন ঘটে। এই সময় এক শ্রেণির লোভি শিকারিরা রাতের আধাঁরে পাখি শিকারে নেমে পড়েন। আজ বিকালে জবাইকৃত বস্তা ভর্তি বকপাখি সিংড়া পৌরসভার গোডাউনপাড়ায় বাড়ি বাড়ি বিক্রয় হচ্ছে খবর পেয়ে দুই পাখি বিক্রেতা সহ বস্তা ভর্তি বকপাখি উদ্ধার করে প্রশাসনকে খবর দেন। পরে তাদের ভ্রাম্যমানে কারাদন্ড দেয়া হয়।’

    সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘চলনবিলের পাখি রক্ষায় সিংড়ার পরিবেশকর্মীরা খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকেও পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…