এইমাত্র
  • যশোরে স্বর্ণসহ পাচারকারী আটক
  • নামিবিয়ার দায়িত্ব নিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
  • হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত
  • লালমনিরহাটে দ্বিতীয় দফায় হরিজনদের মানববন্ধন
  • পরিচয় শনাক্তে গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ মরদেহ তোলা শুরু
  • স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা প্রেসিডেন্ট
  • এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
  • প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে সাবেক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগ
  • বিএনপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
  • উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, শাহবাগে যান চলাচল স্বাভাবিক
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    পুরো এটিএম মেশিন তুলে নিয়ে গেল ডাকাত দল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম

    পুরো এটিএম মেশিন তুলে নিয়ে গেল ডাকাত দল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম
    সংগৃহীত ছবি

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। একদল সশস্ত্র ডাকাত কোনো টাকা নয়, বরং একটি সুপারমার্কেটের দেয়াল ভেঙে আস্ত একটি এটিএম মেশিন তুলে নিয়ে গেছে।

    ভারী নির্মাণকাজের যন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ ব্যবহার করে চালানো এই ভয়ংকর ডাকাতির দৃশ্য এক স্থানীয় বাসিন্দা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

    ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরে। রবিবার ভোররাত একদল ডাকাত প্রকাশ্যেই ওই সুপারমার্কেটের দেয়াল ভেঙে এটিএম মেশিনটি তুলে নিয়ে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হলুদ টেলিহ্যান্ডলার দিয়ে সুপারমার্কেটের দেয়ালে সজোরে আঘাত করে এটিএম মেশিনটি উপড়ে ফেলা হচ্ছে। এরপর যন্ত্রটির সাহায্যে মেশিনটিকে শূন্যে তুলে একটি পিকআপ ট্রাকের পেছনে ফেলে দেওয়া হয়।

    মুখোশধারী ডাকাতরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করে দ্রুত পালিয়ে যায়, তবে ঘটনাস্থলে তাদের ব্যবহৃত টেলিহ্যান্ডলারটি ফেলে রেখে যায়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যারোলিনা অসভিয়েমস্কা বলেন, বিকট শব্দ শুনে তিনি ও তার মেয়ে বাইরে তাকান। তিনি বলেন, ‘প্রথমে গাড়ির শব্দ, তারপর চেইনস মেশিনের মতো আওয়াজ হচ্ছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখি, ডাকাতরা এটিএম মেশিনটি বের করে ফেলছে। সবকিছু এত দ্রুত ঘটছিল যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তারা চলে যায়।’

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘এ যেন কোনো সিনেমার দৃশ্য!’ কেউ কেউ আবার আধুনিক এটিএম মেশিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে চুরি হওয়া টাকা শনাক্ত করতে বিশেষ ধরনের কালি ব্যবহার করা হয়।

    এই ডাকাতির ফলে সুপারমার্কেটের সামনের অংশটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টেমস ভ্যালি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ জানায়, তারা মধ্যরাত ১২টা ৪৫ মিনিটের দিকে ডাকাতির খবর পায়, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    সূত্র : ডেইলি মেইল

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…