জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে একটি সহজবোধ্য বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর যমুনায় কমিশনের সদস্যদের কাছ থেকে আট খণ্ডের প্রতিবেদন গ্রহণের পর তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদনের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে। যাতে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা তা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে। এ সময় বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যিক পাঠ্য হয়ে যায় সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়ে জানবে এবং তাদের বাবা-মাকেও জানাবে।
এসময় আরও ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘আট খন্ডের এই প্রতিবেদনে কমিশনের কার্যপ্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া লিখিত প্রস্তাব, সাধারণ মানুষের মতামত, রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে দেয়া স্প্রেডশিট, সব ধরনের আলোচনা ও সংলাপ লিপিবদ্ধ রয়েছে। ভবিষ্যতে এই আট খন্ডের প্রতিবেদন বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে গবেষণার জন্য দলিল হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।’
এর আগে, গতকাল মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে।
আরডি