এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম

    নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম

    রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর। জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন ক্রেতারা। জ্বালানি ছাড়াও পানের বরজে বাঁশের শলার বিকল্প হিসেবে পাটখড়ি ব্যবহার হয়ে থাকে। তাই পানের বরজের জন্যও পাটখড়ি কিনতে দূরদূরান্ত থেকে আসেন পান চাষীরা।

    ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই পাটখড়ির হাট। প্রতিদিন বিকালে বসে এই হাট। আর তাই প্রতিদিন এই বাজার থেকে পাটখড়ি কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারাও।

    প্রতিমণ পাটখড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। প্রতিটি আটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। গৃহস্থের চাহিদা অনুযায়ী বিক্রেতারা বিক্রি করছেন পাটখড়ি। দাম ও চাহিদা বেশি থাকায় লাভবান হচ্ছেন তারা।

    প্রত্যন্ত চরাঞ্চলে উৎপাদিত পাটখড়ি দেওয়ানগঞ্জ বাজারে কৃষকরা নিয়ে আসেন বিক্রির জন্য। পাটখড়ি বিক্রি হচ্ছে ভালো, ভিড় বাড়ছে ক্রেতাদের। দাম বেশি পেয়ে খুশি বিক্রেতারা। পাটখড়ি বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারাও। প্রতিদিন বিকালে বসে পাটখড়ির এই বাজার। ২৫ থেকে ৩০ হাজার টাকার পাটখড়ি বিক্রি হয় প্রতিদিন।

    সরেজমিন দেখা গেছে, স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পাটখড়ি। মধ্যবাজারে বিশাল জায়গা জুড়ে পাটখড়ির ছোট-বড় আটি। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন বিক্রেতা পাটখড়ি নিয়ে আসেন বাজারে। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। প্রতিদিন পাটখড়ি ক্রয় করতে ট্রলি ও ভ্যান নিয়ে দূরদূরান্ত থেকে আসছেন লোকজন।

    উপজেলার খারুয়া, মহেষকুড়া, বিরাশী, হাটশিরা, নরেন্দ্রপুর, কুর্শা, কাকুরিয়া, কয়ারপুর, রাজাপুর, বেলতৈলসহ আশেপাশের লোকজন আসছেন পাটখড়ি ক্রয় করতে।

    বিরাশী গ্রামের আঃ বারেক, তাহের উদ্দিন, আঃ হান্নান, হাটশিরা গ্রামের শাহজাহান, আঃ খালেক এসেছেন স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি ক্রয় করতে। কথা হয় তাদের সাথে। তারা জানান, প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি বিক্রি হয়। তাই কিনতে এসেছেন।

    চরমহেষকুড়া গ্রামের সাইফুল, মহেষকুড়া গ্রামের আবু তাহের বলেন, আমরা প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি আনি বিক্রির জন্য। ভালোই বিক্রি হয়। এতে আমরা লাভবান। ছয় মাসের জন্য এ ব্যবসা চলবে অগ্রহায়ণ মাস পর্যন্ত।

    স্থানীয় খারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও দেওয়ানগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন, দেওয়ানগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে প্রতিদিন বিকালে বসে পাটখড়ির হাট। স্বল্পকালীন পাটখড়ির এই ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা। আশেপাশের মধ্যে একমাত্র পাটখড়ি বিক্রির হাট এটি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…