চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া নগদ ১,৫০০ টাকা, একটি সুইচ গিয়ার ছুরি এবং বিকাশে ব্যবহৃত Redmi 10C মডেলের মোবাইল ফোন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভা পাইকপাড়া এলাকা থেকে আসামি রায়হান ও রাকিবকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা জানান, ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অপর পলাতক অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এনআই