নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী নূর মোহাম্মদ (৪২) ফতুল্লা মডেল থানায় বুধবার (২৯ অক্টোবর) অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নবীনগর এলাকার আব্দুল খালেকের ছেলে জসিম (৪১), মুসলিমনগরের নাছিরের ছেলে মোক্তার (৪০), ডালীপাড়ার সোহেল (৪৩) সহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফকির চাঁন বেপারীর ছেলে নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে নবীনগর এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করছেন। অভিযুক্তরা অতীতে একাধিকবার তার ডিস লাইনের তার কেটে ও যন্ত্রপাতি চুরি করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা কোনো কারণ ছাড়াই ব্যবসায়ী নূর মোহাম্মদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২৮ অক্টোবর তারা নূর মোহাম্মদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে টাকা দাবি করেন এবং হুমকি দেয় যে, টাকা না দিলে এলাকায় ব্যবসা চালানো যাবে না।
এর পরদিন বুধবার (২৯ অক্টোবর) সকালে নবীনগর এলাকায় নূর মোহাম্মদের দুই কর্মচারী মো. রাকিব ও মো. রিফাতকে আটকিয়ে অকারণে গালিগালাজ ও মারধর করে অভিযুক্তরা। এতে তারা আহত হন। মারধরের সময় হামলাকারীরা আরো হুমকি দেয় যে, টাকা না দিলে নূর মোহাম্মদ ও তার কর্মচারীদের প্রাণে মেরে ফেলবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, 'বিষয়টি পুলিশের নজরে এসেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'
এফএস