মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিলা আক্তারকে (২৬) ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিলা একই এলাকার বাদশা শেখের মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ওই এলাকার বাদশা শেখের প্রতিবন্ধী বড় মেয়ে বিউটি আক্তার বাড়ির উঠানে জামাকাপড় রোদে শুকাতে দেন। এতে আপত্তি জানিয়ে প্রতিবেশি আয়নাল মোল্লার মেয়ে তামান্না আক্তার বাধা দেন। বিষয়টি জানতে গেলে বিউটির ছোটবোন তৃতীয় লিঙ্গের শিলার সঙ্গে তামান্নার বাকবিতণ্ডা হয়। পরে রাত ৮টার দিকে তামান্নার স্বামী ও একই এলাকার মাজেদ খালাসির ছেলে মশিউর খালাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শিলাকে জখম করে বলে অভিযোগ ভুক্তভোগীর।
এ সময় শিলার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় মশিউর ও তার লোকজন। পরে গুরুতর অবস্থায় হিজড়া শিলাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্বজনরা। এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত মশিউর খালাসী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আহত শিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসআর